এমপি পদে থাকতে পারবেন না হাজি সেলিম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সাজা বহাল থাকবেনা এমপি পদ। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট এই রায় প্রকাশ করেন। এই মামলায় হাজি সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ১০ বছরের সাজা বহাল থাকায় সংবিধান অনুযায়ী হাজি সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে তার যে তিন বছরের সাজা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: বিকিনি বা হিজাব পরার সিদ্ধান্ত নারীরই: প্রিয়াঙ্কা গান্ধী
এর আগে গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস দেওয়া হয় তাঁকে।
এই মামলায় হাজি সেলিমের স্ত্রী গুলশান আরার করা আপিলটি তাঁর মৃত্যু হওয়ায় বাদ দেওয়া হয়েছে। তবে প্রয়াতের নামে থাকা যেসব সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বলবৎ থাকবে। হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা গত ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। মামলায় হাজি সেলিম জামিনে ছিলেন।