এ স্বীকৃতি গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে উজ্জীবিত করবে: ছাত্রদল
খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' এবং 'ডেমোক্রেসি হিরো' অ্যাওয়ার্ড প্রদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিএইচআরআইও কর্তৃক প্রদত্ত 'মাদার অব ডেমোক্রেসি' ও 'ডেমোক্রেসি হিরো' অ্যাওয়ার্ডটি বেগম খালেদা জিয়াকে হস্তান্তর করা উপলক্ষ্যে ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানুল্লাহ আমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এবং গণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। চলমান অবৈধ সরকারের নির্মম নিপীড়ন সহ্য করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শোষিত মানুষের মুক্তি এবং সকলের সমানাধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করে চলেছেন সেই ত্যাগ তাঁকে বিশ্ব বিপ্লবীর মর্যাদায় আসীন করেছে, উপর্যুক্ত অ্যাওয়ার্ড প্রাপ্তি যার যথার্থ প্রমাণ।"
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রাপ্তিকে বাংলাদেশের অর্জন বলে মনে করে এবং বিশ্বাস করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করবে।"
প্রসঙ্গত, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালে 'মাদার অব ডেমোক্রেসি' এবং ২০১৯ সালে 'ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছিল।