রংপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় রংপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় রংপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেইসঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এজন্য বাংলাদেশ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার ও বাংলাদেশ ছাত্রলীগের সহসম্পাদক রিপন মিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঋণের বোঝা, সংসার চলবে কিভাবে ইয়াসিনের
এরআগে, রংপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয় ২০১৪ সালের ৯ই ডিসেম্বর।কিন্তু এরপর আর কমিটি দেয়া হয়নি। রংপুর ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান সিদ্দিকীর বিপক্ষে ধর্ষণ মামলা করা হয়। ছাত্রলীগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। তিনি আনীত অভিযোগ থেকে আদালত থেকে মুক্তি পান।
এরপর ২০২১ সালে ৩১শে জানুয়ারি ছাত্রলীগের বর্তমান সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে মো. মেহেদী হাসান সিদ্দিকী রনি উপর আরোপিত অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর জেলা শাখা) পুনর্বহাল করেন। এবং একই সাথে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর জেলা শাখার সম্মেলন আয়োজন করার নির্দেশ দেন। অন্যথায় কমিটি বিলুপ্ত করা হবে বলে জানানোরপরেও রংপুর জেলায় কোন সম্মেলন হয়নি।