০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৭

টি-কাপে ফের আলোচনায় আসছেন নো’ম চমস্কি

রিপনের সঙ্গে ফেসবুক লাইভে নোম  © ফাইল ছবি

আধুনিক ভাষাতত্ত্বের জনক ও প্রখ্যাত দার্শনিক নো’ম চমস্কির সঙ্গে চট্টগ্রামের তরুণ তানভীরুল মিরাজ রিপনের লাইভ অনুষ্ঠান ফের শুরু হচ্ছে। ‘টি-কাপ’ নামে একটি ফেসবুক থেকে লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রিপন নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কবে এ অনুষ্ঠান শুরু হচ্ছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, আসুন বন্ধুরা আমরা নীল ছুঁয়ে দেই, আকাশ কিংবা মন। যেকোনো কিছুরই ভালোবাসা দিয়ে এগিয়ে রাখি মানবতাকে, সুন্দরকে। সবিনয় অনুরোধ আমাদের অর্থাৎ তরুণদের অনুপ্রাণিত করবে আপনার একটি সহনশীল বাক্য, শব্দ। আসুন আমরা কথা বলার পরিধি বৃদ্ধি করি, বৃদ্ধি করি পরমতসহিষ্ণুতা।

আরও পড়ুন: প্রথমবারের মত বাংলাদেশি ইন্টারভিউ শোতে নো’ম চমস্কি

এর আগে, গেল বছরের ২৩ জুন প্রথমবারের মত টি-কাপের লাইভ অনুষ্ঠানে যুক্ত হন নো’ম চমস্কি। সে সময় এ নিয়ে খবরও প্রচার হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে। কথা মতো নো’ম চমস্কি লাইভে আসেন নির্দিষ্ট সময়ে। কিন্তু ভুল করে বসেন রিপন।

৯২ বছর বয়সী চমস্কি লাইভে আসার দীর্ঘক্ষণ পর রিপন এতে যুক্ত হন। শেষমেশ মাত্র পাঁচ মিনিটে আয়োজনের সমাপ্তি টানতে হয়। তারপর থেকে সাক্ষাৎকারটি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা আর সমালোচনার ঝড়। সে সময়কার তিক্ততায় ভরা অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি রিপন।

আরও পড়ুন: উপস্থাপকের সময় অজ্ঞতা, ১ ঘণ্টা বসে থাকলেন নো’ম চমস্কি

ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করা তানভীরুল মিরাজ রিপন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেন। ২০১৬ সালে কাজ শুরুর পর এ পর্যন্ত তিনি দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন।

টি-কাপে আলোচনায় নো’ম চমস্কি ফের আসছেন জানিয়ে রিপন ফেসবুক স্ট্যাটাসে রিপন লিখেন, আমাদের নিবেদন- আপনাদের প্রতি। বলতে পারেন সর্বসাকুল্যে চেষ্টা করছি। ভাঙছি না। মেনে নিন অথবা জানিয়ে রাখছি ‘শিখছি’। আবারো বলছি আপনার শব্দ, বাক্য আমাকে কিংবা অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করবে। সাহস জোগাবে।