সয়াবিন তেলের দাম বাড়ল

সয়াবিন তেল
সয়াবিন তেল  © ফাইল ফটো

বহির্বিশ্বে তেলের দাম বাড়ায় দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স  অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা, খোলা তেলের দাম ৭ টাকা, ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা আর পামওয়েলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে।

তপন কান্তি ঘোষ আরও জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা লিটার দরে বিক্রি হবে। এছাড়া খোলা তেল প্রতি লিটার ১৪৩ টাকা, পাঁচ লিটার তেল ৭৯৫ টাকা এবং পাম ওয়েল ১৩৩ লিটার বিক্রি হবে।

নতুন এই দাম মনিটরিং করা হবে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেটি তারা তাদের প্যাডে ডিক্লেয়ার করেছে, এর আগে যেটি করা হয়েছিল সেটি ডিক্লেয়ার ছিল না। তাদের প্যাডে তারা এবার ডিক্লেয়ার করবে, তাই এই দামটা আমরা রাখতে পারব।


সর্বশেষ সংবাদ