জন্ম নিবন্ধন সংশোধনে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ PM
পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন বাংলা ভার্সন থেকে ইংরেজি ভার্সনে সংশোধন করার বিনিময়ে শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করছেন মো. শাহ আলম। সোমবার (৩১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে সেবা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ করেন।
জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রের সামনে বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। এ সময় কেন্দ্রে ভেতরে জন্ম নিবন্ধন সংশোধন করায় প্রভাষ সরকার শাহ আলমের হাতে ৩০০ টাকা দিচ্ছেন। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে বিচলিত হয়ে পড়েন শাহ আলম।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে হারলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা
অভিভাবক প্রভাষ সরকার বলেন, আমার ছেলের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য তাকে আমি ৩০০ টাকা দিয়েছি। অন্য শিক্ষার্থীরাও একইভাবে টাকা দিয়েছে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক রিনা দেবী হাওলাদার বলেন, আমার পরিবারের তিন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড সংশোধনের জন্য এসেছি, কিন্তু তিনি এখন সংশোধন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অথচ টিকা এবং সরকারের আর্থিক সহযোগিতার জন্য জন্ম নিবন্ধন সংশোধন করা জরুরি। সেই সুযোগে শাহ আলম অন্যায়ভাবে ৩০০ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন।
আরও পড়ুন: মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবারকে সমাজচ্যুত
এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ীই টাকা নিচ্ছি। অনেককে ফ্রি ফরম পূরণ করে দিয়েছি। তবে সরকারি ফি ৩০০-৫০০ টাকা কি না-এমন প্রশ্ন করলে তিনি জবাব না দিয়ে চুপ থাকেন।
সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, তারা সকাল থেকে অফিসের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চাহিদামতো টাকা দিতে না পারায় কাগজ নিচ্ছেন না এবং সংশোধনও করছেন না।