বাসের নিচে ঢুকে গেলো মোটরসাইকেল, যুবক নিহত
বাগেরহাটের মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। তাকে খুলনা মেডিক্যালে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের বাড়ি খুলনায়।
আরও পড়ুন: ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থী নেই একজনও
পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেলে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাজন (৩৫) মারা যান।
মোংলা বন্দর হাসপাতালের ডা. গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন। গুরুতর অবস্থায় আনা রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আ. রবের ছেলে। আর গুরুতর আহত রাসেল একই এলাকার মো. বুলবুলের ছেলে।
আরও পড়ুন: সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল ছাত্রী খুন
এ বিষয়ে মোংলা থানার এসআই জ্যোতিরর্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে বাস ফেলে চালক ও ড্রাইভার পালিয়ে যান।