২৮ জানুয়ারি ২০২২, ১২:৪৪

বঙ্গবন্ধু সমাধিতে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধুর সমাধি  © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। করোনার প্রকোপ বাড়ায় স্থানীয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। সমাধি সৌধের কমপ্লেক্সেের বাইরে এ সংক্রান্ত একটি ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ বেড়েছে দেশব্যাপী। এই কারণে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। সভা-সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানে নির্দিষ্ট করে দেয়া হয়েছে লোক সমাগমও। সর্বোচ্চ ১০০ জন এসব অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। যারা অংশ নেবেন তাদের থাকতে হবে টিকা সনদ।

আরও পড়ুন- ছাত্রীর পর এবার এক শিক্ষকের করোনা শনাক্ত

করোনা সংক্রমণ বাড়ায় সরকারের পক্ষ থেকে ১৩টি বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এসব বিসয় উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, টিকা সনদ ছাড়া কেউ মার্কেট বা হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন না। মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। মাস্ক ছাড়া বের হলে জরিমানার ব্যবস্থাও করা হয়। এছাড়া গণপরিবহনগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনাও দেয়া হয় প্রজ্ঞাপনে।

আরও পড়ুন- করোনা বাড়লে এসএসসি-এইচএসসিতে ফের ‘অটোপাস’

দক্ষিণ আফ্রিকা থেকে করোনার নতুন ধরণ ওমিক্রণ ছড়িয়ে পড়ে। সারাবিশ্বে ওমিক্রণের দাপট চলছে। প্রতিদনিই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রণ ক্ষতিকর প্রভাব ফেলছে না। দ্রুতই সেরে উঠছেন আক্রান্তরা।