সরকারি নির্দেশনা না মানায় ১০ কোচিং সেন্টারকে জরিমানা

কোচিং সেন্টার
কোচিং সেন্টার  © সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় খুলনায় ১০ কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে কাচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা জানান, কোচিং সেন্টারগুলোতে সশরীরে ক্লাস চালু রাখায় তাদের জরিমানা করা হয়।

এছাড়া সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখারও তাদের নির্দেশ দেওয়া হয় বলে জানান তারা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। একইসঙ্গে সব কোচিং সেন্টারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ