এবার ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর

সিটি করপোরেশনের ময়লার গাড়ি
সিটি করপোরেশনের ময়লার গাড়ি  © সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শিখা রানী ভবানী (৫৫) মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তিনি উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম জানান, শনিবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের ময়লার গাড়িটি ধাক্কা দিয়েই পালিয়ে যায়।

আরও পড়ুন- চলতি বছরে ১১৪টি সড়ক দুর্ঘটনা, মৃত্যু ১১৯ জনের

পুলিশ জানিয়েছে, গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। পালিয়ে যাওয়া ময়লার গাড়িটি শনাক্ত করতে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। গুলশানে পুলিশ পাঠানো হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী। নিহত রানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

আরও পড়ুন- লকডাউনেও থেমে নেই সড়ক দুর্ঘটনা, এপ্রিলে ঝরল ৪৬৮ প্রাণ

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সিটি করপোরেশন বলেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে একজন মারা যান। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব ঘটনার পর হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন করেন।


সর্বশেষ সংবাদ