পুলিশ দেখে নদীতে ঝাঁপ জুয়াড়ির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৮:৪০ AM , আপডেট: ২০ জানুয়ারি ২০২২, ০৯:০৫ AM
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটে জুয়া খেলার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে তাজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে পুরাতন লঞ্চঘাট এলাকার কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তাজ উদ্দিনের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামে।
আরও পড়ুন: করোনা প্রতিরোধে জাতীয় কমিটির পাঁচ পরামর্শ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর পাড়ে পুরাতন লঞ্চঘাটে জুয়া খেলায় মত্ত ছিলেন ৬-৭ জন। খবর পেয়ে সেখানে যান জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও রানীগঞ্জ ইউনিয়নের বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। পুলিশ দেখে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও তাজ উদ্দিন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।