স্কুলছাত্রের দুই পা পিষে দিলো ট্রাক
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নবম শ্রেণির এক শিক্ষার্থীর দুই পায়ের ওপর দিয়ে মালবাহী একটি ট্রাক চলে যায়। এতে ওই শিক্ষার্থীর দুই পা পিষে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ রবিবার তার পায়ে অস্ত্রোপাচার করার কথা।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মনিরুল ইসলাম ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।
আহত ওই শিক্ষার্থীর নাম রাজীব। তার বয়স ১৪ বছর। ধামরাইয়ের বাথুলি দক্ষিণপাড়া গ্রামের সবজি বিক্রেতা মোখলেছুর রহমানের ছেলে। সে স্থানীয় বেলীশ্বর মোহনী মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ চাকরিপ্রত্যাশীদের অবরোধ
জানা যায়, ফুপুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল আহত রাজীব। এসময় ঢাকাগামী একটি ট্রাক তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়।
ভুক্তভোগী রাজী দরিদ্র পরিবারের ছেলে। তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এতে মহা বিপাকে পড়ে গেছেন তার পরিবার।
রাজীবের বাবা মোখলেছুর রহমান সংবাদমাধ্যকে জানান, তার ছেলের পা কেটে ফেলতে হবে কিনা তা আজ চিকিৎসকরা জানাবেন। তবে দ্রুত তার পায়ের অস্ত্রোপাচার করতে হবে। এরই মধ্যে তার ব্যাপক রক্তক্ষণ হয়েছে। কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ পরিদর্শক) মনিরুল ইসলাম জানান, স্কুলছাত্র দুর্ঘটনার কথা আমাদের কাছে কেউ বলেনি। আজই খোঁজ নিয়ে ট্রাক ও চালককে আটকের চেষ্টা করা হবে।