হাবিপ্রবির সেই ২১ শিক্ষার্থীকে ভর্তি না করানো কেন অবৈধ নয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অপেক্ষমাণ তালিকায় থাকা ২১ শিক্ষার্থীকে রিপোর্টিং কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ না দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (১৬ জানুয়ারি) হািইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ড্রাইভারের গাফিলতি, হাবিপ্রবিতে ২১ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ
এর আগে গত ১৪ জানুয়ারি ‘১৫ মিনিটে ২১ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ’ শিরোনামে দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রচার করা হয়। প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম মাছুম, সাইফুর রহমান রাহী ও নাহিয়ান ইবনে সোবহান।
এ বিষয়ে শুনানি নিয়ে আদালত রুল দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আরও পড়ুন: টানা চতুর্থ দিনের মতো শাবিপ্রবিতে ছাত্রীদের আন্দোলন অব্যাহত
জানতে চাইলে হাইকোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী গণমাধ্যমকে বলেন, এখানে ২১ জন শিক্ষার্থীর ভবিষ্যত জড়িত। ১৫ মিনিট দেরির যে কথা বলা হচ্ছে, তা তাঁদের গাফিলতি নয়। কেননা, বাস যাত্রাবিরতি দিতে দিতে ২০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছে। সাধারত গন্তব্যে পৌঁছাতে ১২ থেকে ১৩ ঘণ্টা লাগে। শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দিয়েছেন।