০৫ জানুয়ারি ২০২২, ০০:৪৯

করোনায় আক্রান্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক  © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ মাধ্যম (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সাথে তার দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।

ফেসবুকের ওই পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, কিছুক্ষণ আগে করোনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমি, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের করোনা পজিটিভ এসেছে।

আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা

আমার পরিবারের জন্য দোয়া করবেন। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুক।

জানা গেছে, বেশ কয়েকদিন করোনার নানা উপসর্গ নিয়ে ভুগছিলেন জুনাইদ আহমেদ পলক। পরে তিনি করোনার নমুনা দেন নমুনা পরীক্ষার রিপোর্ট আজ আসে। এতে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

প্রসঙ্গত, জুনাইদ আহমেদ পলক এর জন্ম নাটোরে। ২০১৮ সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জাতীয় সংসদ নির্বানে অংশ নিয়ে বিজয়ী হন। দেশে সবচেয়ে কম বয়সে সংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ জানুরায়ি তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী করা হয়।