০২ জানুয়ারি ২০২২, ১৫:৫৬

ট্রাক চাপায় তিন স্কুল ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনা  © প্রতীকী

দিনাজপুরে ট্রাক চাপায় তিন স্কুল ছাত্র মারা গেছে। আজ রোববার (২ জানুয়ারি) জেলার বীরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো বীরগঞ্জ উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে ১৪ বছর বয়েসী মোজাহিদ, জাহাঙ্গীর আলমের ছেলে ১৫ বছর বয়েসী শাহরিয়ার শুভ ও আফসার আলীর ছেলে ১৫ বছর বয়েসী শাহাদাত হোসেন। উপজেলার কবি কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ে এ দিন দুপুরে মোজাহিদ ৮ম, শাহরিয়ার ও শাহাদাত ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছে।

ভর্তির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মাকরাই কমোরপুর এলাকায় রোববার দুপুর ২টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয় তারা।

আরও পড়ুন- কার্যক্রম চললেও লাল তারকা চিহ্ন নেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে

থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, তারা তিন বন্ধু। ভর্তি শেষে শাহরিয়ারের মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিল। পথমধ্যে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়। স্থানীয়রা শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। চালককে আটক করতে অভিযান চালছে। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

রাজধানীতে গত ১১ মাসে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬২ জন পথচারী এবং মোটরসাইকেলচালক ও আরোহী ৩৩ জন। বাকি ২৪ জন অন্যান্য পরিবহনের যাত্রী ও আরোহী। ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নগরবাসীর ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ কারণে দেশের বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। 

আরও পড়ুন- ছাত্রলীগের নেতৃত্বের দৌঁড়ে অছাত্ররা, প্রশাসনের ‘না’

সংগঠনটি বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে রাত, সকাল ও বিকেলে। কম ঘটে দুপুর ও সন্ধ্যায়। ১১৪টি দুর্ঘটনার মধ্যে ৩৯টি ঘটেছে রাতে, ২৩টি ভোরে, ২১টি সকালে ও বিকেলে ১৬টি। সন্ধ্যায় ঘটেছে ৪টি ও দুপুরে ১১টি। দুর্ঘটনাগুলোতে ১৭২টি যানবাহনের সম্পৃক্ততা ছিল। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে বাসের কারণে ৪২টি, এরপর ট্রাক ৩৭টি, মোটরসাইকেল ৩৩টি, পিকআপ ১৫টি, অটোরিকশা ৮টি, প্রাইভেট কার ৭টি, সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ৪টি, লেগুনা ৪টি, অটোভ্যান ৪টি, লরি ২টি, অন্যান্য যানবাহন ১৬টি।