০১ জানুয়ারি ২০২২, ০০:৫৬

ফানুস ওড়াতে গিয়ে ঢাকার ১০ স্থানে আগুন (ভিডিও)

যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি আবাসিক ভবনে আগুনের চিত্র এটি  © সংগৃহীত

ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।

শনিবার (০১ জানুয়ারি) রাত থেকে উড়ানো ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ‘ওরা আমার ভবিষ্যৎ পুড়িয়েছে’ বলেই প্রবেশপত্রে আগুন নাহিদের

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘মামলায়’ অতিষ্ঠ যুবক দিলেন বাইকে আগুন (ভিডিও)

আগুনের ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্যা বিজনেস স্ট্যান্ডান্ডের সৌজন্যে দেখুন ভিভিওটি-