নাটোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু

নাটোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু
নাটোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু  © সংগৃহীত

নাটোরের লালপুরে ‘স্মার্ট ফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশসানের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠে দুদিন ব্যাপী এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষনা করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

আরও পড়ুন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছারুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, লালপুর ইউনিয়ন আ.লীগের (একাংশের) সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ। দুদিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ঢাবির ৬৫ শিক্ষক

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর থেকে সারা দেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়। এর ধরাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নাটোরের লালপুরে এ মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান বিষযক বিভিন্ন বাস্তবমুখী ধারণা দিয়ে সবার মাঝে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি করা।

বিজ্ঞানের সুফল দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য সবাইকে উদ্বুদ্ধ করা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও উদ্ভাবনমূলক কাজে শিশু কিশোর ও তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে তাদের প্রতিভার বিকাশ ঘটানো এ মেলার লক্ষ্য।


সর্বশেষ সংবাদ