২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩

প্রধান শিক্ষককের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

প্রধান শিক্ষককের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন  © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে প্রধান শিক্ষকের উপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকের হামলায় গুরুত্বর আহত প্রধান শিক্ষক। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কামালের বার্ত্তী কে বি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবকদের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল মাস্টার, মেরুরচর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক তোজ্জামেল হক, মিনারুল হক, অভিভাবক গফুর মেম্বার, মনিরা বেগম, শিক্ষার্থী সূচী, আরিফসহ অনেকেই।

আরও পড়ুন: যৌন হয়রানির শিকার সেই ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

এ সময় বক্তারা সাধুপাড়া কে বি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবিরের উপর হামলায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তর মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাত ১০টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকের হামলায় গুরুত্বর আহত প্রধান শিক্ষক বকশীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

জানা যায়, নৌকার সমর্থক প্রার্থী মাহমুদুল আলম বাবুর লোকজন মিছিল নিয়ে কামালের বার্ত্তী পৌঁছার সময় রাস্তায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়নের লোকজন বাধা দেয়। দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে এতে ১০ জন আহত হন।

আরও পড়ুন: রাব্বানীর ওপর হামলা ঘটনায় মামলা নেয়নি পুলিশ

আহতরা হলো- মো. সাদ্দাম মিয়া (৩০), জিয়াউর রহমান (৩৫), আব্দুর সাত্তার (৫৫), আমজাদ (৫০), এইচ এম কবির (৫০), লিখন (৩০), মিষ্টার (দুলাল) (৩০), সেলিম (২৫), নুর নবী (২০) , জবর আলী (৫০)। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, দেওয়ানগঞ্জ সার্কেলেরর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট দৈনিক অধিকারকে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। হামলাকারী ২ জনকে আটক করা হয়েছে।