টঙ্গীতে কলেজছাত্রীর আত্মহত্যা
গাজীপুরের টঙ্গী আউচপাড়া মোল্লাবাড়ি রোড এলাকায় রত্না আক্তার (২৬) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে এ বছর ফরিদপুর সিটি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিয়েছিল।
শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর মোল্লাবাড়ি রোডে একটি টিনশেড বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ইঞ্জিন রুম থেকেই লঞ্চে আগুনের সূত্রপাত
নিহত ছাত্রী রত্না ফরিদপুর জেলা সদরের বাখুন্ডা গ্রামের শেখ সাহাজউদ্দিনের মেয়ে।
নিহতের বান্ধবী ও রুমমেট রিজিয়া পারভীন বলেন, ফরিদপুর সদরে রত্নাদের বাসায় ভাড়া থাকাবস্থায় তার সঙ্গে পরিচয় হয়। রত্না ফরিদপুর সিটি কলেজের ছাত্রী ছিল। সে এ বছর ডিগ্রি পরীক্ষা দিয়েছিল। গত ৪-৫ মাস আগে পরিবারের লোকজনের সঙ্গে রাগ করে রিজিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে মোল্লাবাড়ি রোডের আলম পাটুয়ারীর বাড়িতে টিনশেড বাসায় ভাড়া নিয়ে দুই বান্ধবী বসবাস করে আসছিল। পাশাপাশি হোসেন মার্কেটস্থ মার্সস্টিজ পোশাক কারখানায় কাজ করে পড়াশোনার খরচ চালাত রত্না।
আরও পড়ুন: কোচিংয়ে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
রিজিয়া আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে তার বান্ধবী রিজিয়াকে পাশের কক্ষ থেকে মোবাইল ফোনটা এনে দিতে বলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস লাগায় রত্না। এ সময় তার বান্ধবী চিৎকার শুরু করলে অন্য ভাড়াটিয়ারা এগিয়ে এসে টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে রত্নাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আটক হয়নি কেউই
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয় টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।