বিএনপির খুলনা বিভাগের দায়িত্ব পেলেন অমিত
বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দলটির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ছেলে। এর আগে তিনি বিভাগের সহ সাংগঠনিক সম্পাদের দায়িত্বে ছিলেন।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে অমিতকে সম্বোধন করে বলা হয়, আপনি জেনে আনন্দিত হবেন যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আপনি খুলনা বিভাগে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা রাখে।
আরও পড়ুন- নতুন বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাজট কমানোই প্রধান চ্যালেঞ্জ
এর আগে, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিএনপির মননোয়নে খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
গত বুধবার দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সমাবেশে পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীসহ যশোরের টাউন হলে ঢুকে পড়েন অমিত। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা আব্বাস। প্রায় ৯ বছর পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। অমিতের এমন ভূমিকার প্রশংসা করেন সারাদেশের নেতাকর্মীরা।
আরও পড়ুন- সাধারণ বীমার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস
জানা যায়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলকে গুছিয়ে নিচ্ছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারাদেশের ইউনিটগুলোতে কমিটিও করছে দলটি। পাশাপাশি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে অবস্থান ধরে রাখছে দলটি। সম্প্রতি তারা বিভাগীর শহরের পাশাপাশি জেলা শহরগুলোতেও কর্মসূচি পালন করছে।