হিজাব নিষিদ্ধ করেছে সেন্ট গ্রেগরি স্কুল
শিক্ষকদের হিজাব নিষিদ করেছে রাজধানীর সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানটির বিভন্ন অনুষ্ঠানে নারী শিক্ষিকারা হিজাব পড়তে পারবেন না বলে জানানো হয়েছে।
গত বুধবার (১৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ‘শিক্ষকদের বিনীতভাবে ক্লাস কক্ষে এবং ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের সময় হিজাব ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
আরও পড়ুন: ছাত্রলীগের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষিকার আবেদন
শিক্ষকদের হিজাব নিষিদ্ধের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া নম্বরে কল দেওয়া হলে মো. আলম নামে একজন ফোন রিসিভ করেন। তার কাছে অধ্যক্ষের নম্বর চাওয়া হলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এক মিনিট পর তিনি জানান তার কাছে অধ্যক্ষের নম্বর নেই।
এদিকে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের এই নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।
আরও পড়ুন: হিজাব পরায় চাকরি হারালেন শিক্ষিকা
তাছলিম আহমেদ নামে এক সাবেক শিক্ষার্থী নোটিশটি শেয়ার করে লিখেছেন, ‘নোটিশটা সত্যি হলে দুর্ভাগ্যজনক - এমন গ্রেগরি হয়তো আমরা চাইনি।’