১৮ ডিসেম্বর ২০২১, ২০:৫০

স্কুলছাত্রেকে কুপায়ে হাত ভাঙল ডাকাতদল

আহত এমরান   © ফাইল ফটো

লক্ষ্মীপুরে একদল মুখোশ পরিহিত ডাকাতদল এমরান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে । শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের প্রবাসী মো. হারুনের বাড়িতে ঘটনা ঘটে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনরংপুরে মেসে ডাকাতি, বেরোবির ২ শিক্ষার্থী গুরুতর আহত

আহত এমরান চরমনসা গ্রামের কৃষক শাহ আলমের ছোট ছেলে ও তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ঘটনার সময় ডাকাতদল গেটের তালা ভেঙে প্রবাসী হারুনের বাসায় প্রবেশ করে। তার ছোট ভাই এমরান ঘুম থেকে উঠে তাদের বাধা দেয়। এতে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় ও ডান হাত ভেঙে দেয় ডাকাতদল। বাসার অন্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। তবে লুটের কোনো ঘটনা ঘটেনি। পরে এমরানকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনস্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আহত এমরান হোসেন বলেন, গেট ভাঙার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। মুখোশ পরিহিত ডাকাতদের আমি বাধা দেওয়ার চেষ্টা করি। এতে তারা আমাকে অনেক মেরেছে। ছুরি দিয়ে মাথার বাম পাশে কোপ ও এক হাত ভেঙে দিয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছন পুলিশের একটি টিম। তবে দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এসময় তিনি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘটনাটি তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক করতে চেষ্টা চলছে।