শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
বরিশালে শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান ও শিক্ষা জাতীয় করণের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশেনর উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়।
আরও পড়ুন: সাড়ে ৭ হাজার ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির দাবি
এতে বিভিন্ন জেলা উপজেলা ও স্কুল কলেজের শিক্ষক, কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা।
ফেডারেশনের বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ হোসেন তালুকদারসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: মানসম্পন্ন সব স্কুল জাতীয়করণের সুপারিশ
তারা বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধগতি হলেও বেসরকারি শিক্ষকদের জীবনমান নিম্নমুখী। বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক কর্মচারীরা মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া পায়, উৎসব বোনাস দেওয়া হয় মাত্র ২৫ ভাগ। তাদের দাবি, সরকারি স্কুল কলেজ, মাদরাসার মত তাদেরকেও ভাতা দিতে হবে। অন্যথায় আগামী জানুয়ারি থেকে শিক্ষকরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।