অপহৃত ৪ শিক্ষার্থী উদ্ধার, আটক ৭
কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া চার শিক্ষার্থীর মধ্যে অবশেষে ৪ জনই উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক দু’টি দল।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই অভিযানে অপহরণ চক্রের সদস্য ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
খায়রুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে একই পাহাড় থেকে জাহিদুল ইসলাম মামুন এবং মিজানুর রহমানকে উদ্ধার করা হয়। এবং র্যাব অভিযান চালিয়ে ওইদিন দিবাগত রাতে অপর ভিকটিম আরেক মিজানুর রহমানকে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, সেন্টমার্টিন নিয়ে যাওয়ার কথা বলে গত ৭ ডিসেম্বর উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে অপহরণ করে একটি চক্র। পরে জড়িত সন্দেহে ৭ রোহিঙ্গাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।