শিক্ষার্থীদের সংহতি সমাবেশ শনিবার

শিক্ষার্থীরা সাধারণ পথচারী, ফুট পাতের বাদাম বিক্রেতা, পান বিক্রেতাসহ ব্যবসায়ী কাছে আন্দোলন পরিচালনার জন্য অর্থ সহযোগিতা চায়।
শিক্ষার্থীরা সাধারণ পথচারী, ফুট পাতের বাদাম বিক্রেতা, পান বিক্রেতাসহ ব্যবসায়ী কাছে আন্দোলন পরিচালনার জন্য অর্থ সহযোগিতা চায়।  © সংগৃহীত

নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের আজও পূর্বঘোষিত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেললাইন পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে। এ ছাড়া আন্দোলনের জন্য টাকা সংগ্রহ করে শিক্ষার্থীরা। 

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী সোহাগী সামিয়া আন্দোলনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে। সে বলে, আগামী শনিবার বেলা তিনটায় রামপুরা ব্রিজের ওপরে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও অভিভাবকদের নিয়ে একটি সংহতি সমাবেশ করা হবে। 

পড়ুন: নীলক্ষেতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের বাধা 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটা থেকে রামপুরা পুলিশ বক্সের উল্টা পাশে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরে বিকেল ৪টায় স্লোগান দিতে দিতে ব্রিজের ওপরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১১ দফা দাবি সর্বসাধারণের মধ্যে লিফলেট আকারে বিতরণ করে শিক্ষার্থীরা। 

এ সময় তারা ১১ দফা দাবির লিফলেটসহ আন্দোলনের ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছে জানিয়ে সড়ক নিরাপদ আন্দোলনে সহযোগিতা করে পাশে দাঁড়াই; নিরাপদ সড়ক চাই, আন্দোলনে সহযোগিতা করুন ও নিরাপদ সড়ক চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই স্লোগানে তিনটি বক্সে করে সাধারণ পথচারী, ফুটপাতের বাদামবিক্রেতা, পানবিক্রেতাসহ ব্যবসায়ীদের কাছে আন্দোলন পরিচালনার জন্য অর্থ সহযোগিতা চায়।  

সোহাগী সামিয়া বলে, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আমরা আজকে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেছি। ১১ দফা দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। তাদের কাছে দাবিগুলো তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই সড়ক আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, সর্বস্তরের মানুষের আন্দোলন। এই আন্দোলনে আমরা জনসাধারণের সমর্থন চাই।

আজ আন্দোলনে অংশ নেয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, বনশ্রী মডেল কলেজ, মিরপুর বাংলা কলেজ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রামপুরা সিটি আইডিয়ালসহ আশপাশের বেশ কয়েকটি বলেজের শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ