সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ
আগামী বছরের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস ও তিন বিষয়ে নেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর স্মারকলিপি জমা দেন।
বৃহস্পতিকার (৯ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী রনি জানান, করোনার কারণে দীর্ঘ দেড় বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা সিলেবাস শেষ করতে পারিনি। অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে পড়ালেখার ওপর নির্ভশীল। তােই বিশেষ বিবেচনায় আগামী বছরের এসএসসি পরীক্ষা ৩টি বিষয় ও ৩০ শতাংশ সিলেবোসের উপর নেওয়ার দাবি জানাচ্ছি।
মারুফা মিম নামে আরেক শিক্ষার্থী জানান, এই মুহূর্তে আমাদের তিন বিষয়ের ক্লাস নেওয়া হচ্ছে। ক্লাস তিন বিষয়ে হলেও পরীক্ষা নেওয়া হবে সব বিষয়ে। বিষয়টি অমানবিক। তাই ২০২২ সালের এসএসসি পরীক্ষা ৩০ শতাংশ সিলেবাসের উপার নেওয়ার দাবি জানাচ্ছি।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তারা যদি শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে থাকে তাহলে এই বিষয়ে মন্ত্রী মহোদয়ই বলবেন।