ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

মাসুদ আলম
মাসুদ আলম  © সংগৃহীত

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে রামগঞ্জে ইছাপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজিব হত্যা মামলার প্রধান আসামি মাসুদ আলম মারা গেছেন। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন ।

তিনি জানান, ৩০ নভেম্বর সজিব হত্যা মামলার আসামি মাসুদ আলম আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তখনো তিনি গুরুতর আহত ছিলেন। পরে ১ ডিসেম্বর চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতাল, পরে কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়। মাসুদের অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৮দিন হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ আলম সজিব হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ৩০ নভেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর বাইরে কোন কিছুই আমার জানা নাই।

 


সর্বশেষ সংবাদ