০৯ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬

তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দাবিতে বিক্ষোভ

তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দাবিতে বিক্ষোভ  © সংগৃহীত

তিন বিষয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে আজ সকালে গাজীপুর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ২০২২ সালের পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা শহরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়।

আন্দোলনে অংশ নেওয়া গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি জানান, ‘করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সিলেবাস শেষ করতে পারিনি। বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে পড়াশুনার উপর নির্ভরশীল। তাই বিশেষ বিবেচনায় আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা গ্রুপভিত্তিক তিন বিষয়ে এবং ৩০ শতাংশ সিলেবাসে নেওয়ার দাবি জানাচ্ছি।’

রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এখন আমাদের তিন বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে। তিন বিষয়ের ওপর ক্লাস নিয়ে সকল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে অমানবিক। তাই আমাদের দাবি, ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে তিন বিষয়ে পরীক্ষা নেওয়া হোক।’

এ ব্যাপারে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল বাশার জানান, তাদের স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের ঐচ্ছিক চারটি বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে।

রাণী বিলাসমনি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোলায়মান ভূইয়া বলেন, তারা ওই পরীক্ষার্থীদের শুধু বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ে ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন।

এ বিষয় জানতে চাইলে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। শিক্ষামন্ত্রী বরাবর শিক্ষার্থীরা আবেদন করে থাকলে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং সর্বোপরি প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’