রামপুরায় শিক্ষার্থীদের লাল কার্ড, প্রতীকী লাশের মিছিল কাল

লাল কার্ড হাতে শিক্ষার্থীরা
লাল কার্ড হাতে শিক্ষার্থীরা  © সংগৃহীত

নিরাপদ সড়কের, সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর রামপুরায় লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় নতুন কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্ব) দুপুর ১২টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

আন্দোলনরতদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম বলেন, আমাদের ৯ দফা দাবি আদায়ে আগামীকাল রোববার শাহবাগে প্রতীকী লাশের মিছিল করা হবে। পাশাপাশি সারাদেশে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে শান্তিপূর্ণ মানববন্ধন করবে।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।


সর্বশেষ সংবাদ