ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে
ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে  © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। শীঘ্রই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সেগুনবাগিচায় অবস্থিত সংগঠনটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

এ বছর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ।

নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৭২২ জন। নির্বাচন উপলক্ষে ভোটারদের সুবিধার জন্য বসানো হয়েছে ২০ টি বুথ। ​

২১ টি পদের নির্বাচনে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দু’টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বাকি ১৯ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ প্রার্থী।

শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন করে মোট ১০ জন। সভাপতি পদের লড়াইয়ে আছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ।

আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

সহ-সভাপতি পদে নির্বাচন করছেন আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক।


সর্বশেষ সংবাদ