৩০ নভেম্বর ২০২১, ১৩:০৫

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোটগ্রহণ  © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সেগুনবাগিচায় অবস্থিত সংগঠনটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

এ বছর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ।

নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭২২ জন। ভোটারদের সুবিধার জন্য বসানো হয়েছে ২০ টি বুথ। ​

২১ টি পদের নির্বাচনে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দু’টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বাকি ১৯ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ প্রার্থী।

শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন করে মোট ১০ জন। সভাপতি পদের লড়াইয়ে আছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ।

আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

সহ-সভাপতি পদে নির্বাচন করছেন আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক।

যুগ্ম সম্পাদক পদে মঈনুল আহসান ও শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম ও শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে কাওসার আজম ও রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ও এম উমর ফারুক, ক্রীড়া সম্পাদক পদে মাসুদা লিসা ও মো. কবিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন ও সায়ীদ আবদুল মালিক এবং কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।