২৯ নভেম্বর ২০২১, ১৬:২১

বিআরটিসির বাসে হাফ ভাড়া, মানতে হবে যেসব শর্ত

  © প্রতীকী ছবি

সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪(২) এর প্রদত্ত ক্ষমতাবলে সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে কয়েকটি শর্তে হাফ ভাড়া (কনসেশনকৃত) নির্ধারণ করেছে সরকার। 

রবিবার (২৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষরে ওই প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিসির বাসে জনস্বার্থে এ হাফ ভাড়া (কনসেশনকৃত ভাড়া) আগামী ১ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হবে। বিআরটিসির বাসে বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম নেওয়া হবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা-প্রতিষ্ঠানের ইস্যুকৃত ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসির বাসে চলাচলের ক্ষেত্রে এ হাফ ভাড়ার সুযোগ পাবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না।