২৯ নভেম্বর ২০২১, ১৩:৪৪
হাতির বিরুদ্ধে জিডি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোলা ভেঙে ১৫০ আড়ি ধান নষ্ট করার অভিযোগে হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক কৃষক। শনিবার উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে মাঝে মাঝে বন্যহাতি লোকালয়ে এসে ফসলের ক্ষতি করে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতি প্রবেশ করে। এ সময় ওই এলাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে সব ধান খেয়ে ফেলে। পরে লোকজন হাতিগুলোকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গোলা ভেঙে ধান নষ্ট করার অভিযোগে নিপুন কুমার নামে এক কৃষক হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।