বাস থেকে ফেলে দেওয়া শিক্ষকের চিকিৎসা চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০২:৫২ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ০৩:০৩ PM
চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া স্কুল শিক্ষক রহমত উল্লাহর চিকিৎসা চলছে। বর্তমানে তিনি নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, রহমত উল্লাহর জীবনশঙ্কা না থাকলেও সেরে উঠতে সময় লাগবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় শনিবার (২৭ নভেম্বর) রহমত উল্লাহকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় হেলপার। তারপর রাস্তায় পড়ে যাওয়া শিক্ষকের পায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় বাস। এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়।
ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক আমজাদ হোসাইন জানান, শিক্ষক রহমত উল্লাহর সুস্থ হতে সময় লাগবে। বাঁ পায়ের ওপরের হাড়ে চিড় রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, একজন শিক্ষককে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং পরে তার পায়ের উপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছি। আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।