সারা দেশে ফের ভূমিকম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প হয়েছে। শনিবার বেলা ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমার সীমান্তে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কম্পন বেশি অনুভূত হয়েছে চট্টগ্রামে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরপর দু’দিন ভূকম্পন অনুভূত হওয়ার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মৃত্তিকা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটের সময় দ্বিতীয় দফায় এ ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৮। কেন্দ্র ছিল মিয়ানমারের হাখা শহর। কেন্দ্রটি ছিল ঢাকা থেকে পূর্ব-দক্ষিণ-পূর্বদিকে প্রায় ৩৪৭ কিলোমিটার দূরে। এ ঘটনায় চট্টগ্রামের একটি ভবন হেলে পড়ে। এ ছাড়া আর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ