২৭ নভেম্বর ২০২১, ০৯:৫৬

বেসরকারি বাসে হাফ ভাড়া নিয়ে বৈঠক আজ

বেসরকারি বাসে হাফ ভাড়া  © ফাইল ফটো

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানো হয়েছে। ১ ডিসেম্বর থেকে সেটা কার্যকর হবে। আজ বেসরকারি বাস মালিকদের সঙ্গে বাসে হাফ ভাড়ার বিষয় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

যদিও বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বাসমালিকদের রাজি করাতে পারেনি সরকার। শিক্ষার্থীদের জন্য শুধু বিআরটিসির বাসের ভাড়া কমালে খুব একটা লাভ হবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। কারণ, বেসরকারি বাসের সংখ্যার তুলনায় বিআরটিসির বাসের সংখ্যা নগণ্য। তাই বেসরকারি বাস-মিনিবাসের ভাড়াই কমাতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের জন্য দেশে দেশে ভাড়ায় বিশেষ ছাড় রয়েছে। ভারতের বিভিন্ন শহর এবং শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীদের গণপরিবহনের ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হয়। গত বৃহস্পতিবার ‘শিক্ষার্থীদের জন্য দেশে দেশে ভাড়ায় ছাড়’ শিরোনামে প্রথম আলো ৫ নম্বর পাতায় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের ভাড়া কমানোর বিষয়টি আলোচনার জন্য শনিবার বিআরটিএতে পরিবহনমালিক, শ্রমিক ফেডারেশনের নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহনমালিকেরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য থেকে জানা যায়, শুধু বিআরটিসির হাফ ভাড়া করে খুব একটা লাভ হবে না। কারণ, বিআরটিসির তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত দেশজুড়ে তাদের মোট বাসের সংখ্যা ১ হাজার ৬৫০টি। এর মধ্যে সচল ১ হাজার ২৫১টি, অচল ৩৯৯টি। এর মধ্যে অনেক বাস আবার ব্যাংক, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়ায় চালানো হয়। সেখানে বাস মালিকপক্ষের তথ্যমতে, সারা দেশে বেসরকারি যাত্রীবাহী বাস-মিনিবাস চলে প্রায় এক লাখ।

বিআরটিএর তথ্য বলছে, দেশে নিবন্ধিত বাসা-মিনিবাসের সংখ্যা ৭৬ হাজার ৫৮৫। শুধু ঢাকা ও আশপাশে বিআরটিসির বাস চলে প্রায় ৭০০। সেখানে বেসরকারি বাস-মিনিবাস চলে প্রায় ৭ হাজার।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি বাস-মিনিবাসের তুলনায় বিআরটিসির বাস এতই কম যে শুধু বিআরটিসি বাসের ভাড়া কমালে শিক্ষার্থীরা এর সুফল পাবেন না। দেশে দেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। সরকারি-বেসরকারি সব গণপরিবহনেই শিক্ষার্থীদের জন্য এ বিশেষ ছাড় নিশ্চিত করতে হবে।