ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেলো কলেজছাত্রের
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গোলাম মোস্তফা রোমান (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রোমানের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার আমুয়াকান্দা গ্রামে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশনে পৌঁছানোর আগেই ধীরগতিতে থাকায় সে নামতে গিয়ে পড়ে যায়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় রোমান। পরে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আইনি প্রক্রিয়া শেষে রোমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা পৌনে ৬টায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রোমান রাজধানীর উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। পুরান ঢাকায় রোমানের বাবার ব্যবসা রয়েছে।