বেসরকারি খাতে গাড়িতে হাফ ভাড়া নেওয়ার বিধান নেই : এনায়েত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৩:৫৩ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ০৩:৫৩ PM
গণপরিবহণে হাফ ভাড়া জন্য শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, বেসরকারি খাতে হাফ ভাড়া নেওয়ার কোনো বিধান নেই।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় এনায়েত উল্যাহ বলেন, বেসরকারি খাতে হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নেই। গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নেই। বিআরটিসিতে (সংস্থাটির গাড়ি) হাফ ভাড়া নেওয়ার প্রভিশন আছে।
এনায়েত উল্যাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা আমাদেরই ছাত্র, আমাদেরই ছেলে-মেয়ে। আমি মনে করি করোনাকালীন তারা পড়ালেখা করতে পারেনি। তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে, তারা যেন পড়ালেখার দিকে মনোযোগী হয়।