২৫ নভেম্বর ২০২১, ১৪:১৬

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশি লাঠিচার্জ-আটক

শিক্ষার্থীদের মিছিলে পুলিশি লাঠিচার্জ  © সংগৃহীত

গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি ধাওয়া, লাঠিচার্জ ও আটকের অভিযোগ উঠেছে। তবে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চট্রগ্রামের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্রগ্রামের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রায়হান উদ্দিন বলেন, ‘গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়ার দাবিতে ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন মিছিল বের করে। কিন্তু পুলিশ তাদের অনুমতির কথা বলে বাধা দেয়। অথচ মাইক ব্যবহার করতেই পুলিশের অনুমতির প্রয়োজন হয়। যে কোনো দাবি নিয়ে আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে এবং সাইফুর রুদ্র, মিরাজ উদ্দিনসহ কয়েকজনকে আটক করে।’

এ বিষয়ে জানতে পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম বলেন, হাফ ভাড়ার দাবিতে কয়েকটি ছাত্র সংগঠন আন্দোলন করছিল। তাদের বাধা দেওয়া হয়। তারা চেয়েছিল মিছিল নিয়ে রাস্তার মাঝে বসে পড়তে। তাই পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তবে কাউকে আটক করা হয়নি।