হাফ পাসের দাবি-শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ

সায়েন্সল্যাবে সড়ক অবরোধ
সায়েন্সল্যাবে সড়ক অবরোধ  © সংগৃহীত

গণপরিবহনে হাফ পাস নিশ্চিত, নটেরডম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যু এবং চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার চেয়ে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এই অবরোধ কর্মসূচীতে অংশ নেয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড় দিয়ে চলাচলকারী সকল যানবাহন বন্ধ রয়েছে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছাত্রদের দাবি, আমরা নিরাপদ সড়ক চাই, হাফ ভাড়ার দাবি বাস্তবায়ন চাই। এজন্য আমরা রাজপথে নেমেছি।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নটর ডেমের ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘চাঁদপুরে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘নাঈম হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা নানান প্লাকার্ড নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।


সর্বশেষ সংবাদ