স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, গ্রেফতার ২

স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, গ্রেফতার ২
স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, গ্রেফতার ২  © সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাঘাইল উচ্চ বিদ্যালয়ে ঢুকে চার শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য এমাজ উদ্দিন ও তার ছেলে সিহাব উদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম।

তিনি বলেন, স্কুলে ঢুকে চার শিক্ষক ও এক যুবকের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষক আলতাফ হোসেন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় দেওপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য এমাজ উদ্দিন ও তার ছেলে সিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বাদ দেওয়ার দাবি তুলে গত ২১ নভেম্বর দুপুরে গোদাগাড়ীর বাঘাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনের কক্ষে ঢুকে তাকেসহ চার শিক্ষক এবং এক যুবককে মারপিট করা হয়।

এসময় বঙ্গবন্ধু কর্ণারও ভাঙচুর করা হয়। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়।

এ বিষয় প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, স্কুলে ঢুকে আমাদের ওপর হামরার ঘটনায় জড়িতদের বিচার চাই। এদের বিচার না হলে শিক্ষকরা লাঞ্চিত হতেই থাকে।