২৪ নভেম্বর ২০২১, ২২:১৯

‘হাফ ভাড়া’ নিয়ে কাল আন্তমন্ত্রণালয় বৈঠক

  © ফাইল ছবি

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য 'হাফ ভাড়া'র দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কাল বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয় বৈঠক হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সদর দপ্তরে বিকেল ৩টায় এই সভা হওয়ার কথা রয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সভার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীতে গত কয়েকদিন থেকেই আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।