শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ল্যাপটপ ছিনতাই করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ ভোরে জেলার পৌর এলাকার গুলশানপাড়া থেকে আলী ও রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ও তার সহযোগী রতন আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনার শিক্ষার্থী ফয়সাল আজাদ সাফি মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর পৌর এলাকার গুলশানপাড়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ল্যাপটপ ও টাকা ছিনতাই করে আলী ও তার সহযোগীরা।