২৩ নভেম্বর ২০২১, ১০:১৫

কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার তরুণ

নাটোরে বখাটের অ্যাসিডে ঝলসে গেলো এইচএসসি পরীক্ষার্থীর মুখ  © সংগৃহীত

নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ওই ঘটনায় গ্রেফতার এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সাদাত বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ। পরে ভুক্তভেগীর বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই আসামিকে সোমবার (২২ নভেম্বর) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ওই আসামিকে কারাগারে পাঠান বিচারক। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ওই শিক্ষার্থীকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে দু’চোখে কিছু দেখতে পাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখমণ্ডলের সামনের অংশ শতভাগ পুড়ে গেছে বলেন চাচাতো ভাই মেহেদী হাসান।

ভুক্তভোগীর মা জানান, রবিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। এই সময় দুর্বৃত্তরা বাড়ির কাছেই তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। ‘আমার মুখে অ্যাসিড মেরেছে’ বলে চিৎকার দিয়ে তরুণী বাড়িতে ঢোকে। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রামেক হাসপাতালে পাঠান চিকিৎসক।