২০ নভেম্বর ২০২১, ২৩:৫৮

হাফ ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি

ঠিকানা পরিবহনের বাস  © ফাইল ফটো

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় ফারহানা রহমান নামে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (২০ নভেম্বর) ঠিকানা পরিবহনেএ বাসে এই ঘটনা ঘটে। ফারহানা রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, কলেজে যাওয়ার সময় বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেন ঠিকানা বাসের হেলপার। তবে তিনি গাড়ির নাম্বার নিশ্চিত করতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন ফারহানা।

ফেসবুকের ওই পোস্টে ফারহানা জানান, আমার বাসা শনির আখড়া। এখান থেকে কলেজের ভাড়া ১০ টাকা। প্রতিদিন ১০ টাকা দিয়েই যাচ্ছি। কিন্তু আজ ঠিকানা বাসের ওই হেলপার ১৫ টাকা রাখে। আমি তাকে ভাল করেই বলেছিলাম আমার ১০ টাকা ফেরত দিতে। কিন্তু সে দেয় নাই। উলটো বলে দিমু না কি করবি কর। এরপর আমার চিল্লানোর সে বলে গলা বড় করবি না। ৫ টাকা নিলে নে নাইলে নাইমা যা। বাস থেকে নামার সময় ৫টা দিয়ে বলে প্রতিদিন তো আসবি একদিন ধইরা চু*** দিবো মা**। বাস রানিংয়ে থাকায় আমি কিছু বলতে পারিনি। বাসের নাম্বারও নোট করতে পারিনি।

স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ফারহানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি শনিরআখড়া থেকে কলেজে যাচ্ছিলাম। বাসে হাফ ভাড়া ১০ টাকা। আমি হেলপারকে ২০ টাকা দিলে সে ৫ টাকা ফেরত দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। বাস থেকে নামার সময় সে আমাকে ধর্ষণের হুমকি দেয়। বাসটি কলেজের সামনে দিয়ে ইউটার্ণ নিয়ে চলে যাওয়ায় আমি বাসের নাম্বার নোট করতে পারিনি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (২১ নভেম্বর) সকাল ৯টায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলেজের ছাত্রীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের এক শিক্ষকের কাছে টেলিফোনে বিষয়টি শুনেছি।  এটা কি ধরনের কথা বলুন তো। তারা আমাদের কাছে লিখিত অভিযোগ দেবে। তা না করে সড়ক অবরোধ করবে। মেয়েরা যাতে বের হতে না পারে আমাদের শিক্ষকরা দেখবে। তারা আমাদের সাথে যোগাযোগ করেনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর স্ট্যাটাস