২০ নভেম্বর ২০২১, ০০:২২
পুরুষের অধিকার রক্ষায় আইন করার দাবি
পুরুষের অধিকার রক্ষায় আইন করার দাবি জানিয়েছেন এইড ফর মেইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম। একই সাথে পুরুষের প্রতি ঘটে যাওয়া আইনি ও সামাজিক বৈষম্যের কথাও তুলে ধরেন তিনি।
শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এর আগে একই কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন শুরু করে সংগঠনটি। এসময় তারা একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মিলনায়তনে ফিরে আসে।
আলোচনা সভায় সভাপতিত্ব করে এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুঠোফোক গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহাম্মদ, সংগঠনটির আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।