এসএসসি পরীক্ষার্থীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

রুনা আক্তার
রুনা আক্তার  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রুনা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বিষ জাতীয় দ্রব্য (কেরুর বড়ি) খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রুনার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার (১৭ নভেম্বর) রুনাকে সকালে বিষ খাওয়ালে ওই দিন সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রুনা আক্তার উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের আবু কাউছার মিয়ার মেয়ে। সে এবছর রানীখার এসএ হান্নান বহুমুখী ও কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে বৃহস্পতিবার আখাউড়া থানায় একটি মামলা করেছেন।

নিহতের পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মে রাজশ্রমিক মনির হোসেন ফুসলিয়ে পরিবারের অগোচরে বিয়ে করে। এ বিষয়ে রুনার পরিবার আদালতে মামলা করলে স্থানীয়রা বিষয়টি নিষ্পত্তি করে দেয়। গত ৬ মাস আগে (২০২১ সনের জুন মাসের ৩ তারিখ) তাদের যৌথ তালাক দিয়ে রুনাকে পিত্রালয়ে নিয়ে আসে। পরে মনির হোসেন মোবাইল ফোনে রুনার সাথে যোগাযোগ করে তার সাথে সম্পর্ক করার চেষ্টা করে। বুধবার সকালে মনির হোসেন রুনাকে ডেকে নিয়ে কেরুর বড়ি (চালের পোকা তাড়ানোর বিষ) খাইয়ে দেয়। রুনা আক্তার ছটফট করতে থাকলে মনির তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রুনার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রুনার মৃত্যু হয়।

রুনা আক্তারের বাবা আবু কাউছার জানান, আমার মেয়ে মৃত্যুর আগে আমাকে বলেছে, মনির হোসেন জোর করে তাকে কেরুর বড়ি (চালের পোকা তাড়ানোর বিষ) খাইয়েছে। মনির হোসেন নিজেও আমাদের কাছে স্বীকার করেছে সে আমার মেয়েকে বড়ি খাইয়েছে। পূর্বের ক্ষোভের কারণেই সে আমার মেয়েকে বিষ খাইয়েছে। আমি ন্যায় বিচার চাই। তিনি কান্নায় ভেঙে পড়েন এ কথা বলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত রুনার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি মামলা করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েয়েছে।


সর্বশেষ সংবাদ