শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ চলছে (ভিডিও)

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুরু হয়েছে
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুরু হয়েছে  © ফাইল ছবি

বর্তমান শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে এই চন্দ্রগ্রহণ শুরু হয়। তবে বাংলাদেশে দেখা যাবে বিকেল ৫টার পরে।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।

জানা গেছে, ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিক দেখা যাবে।


সর্বশেষ সংবাদ