গাইবান্ধায় বাসচাপায় নিহত ৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পথচারীসহ আরও ৩ জন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোবিন্দগঞ্জের ঘোষপাড়া গ্রামের আশরাফ আলী, শিবপুর গ্রামের রিপন মিয়া, রাজমতি মধ্যপাড়া গ্রামের সুজন মিয়া, বকচর গ্রামের টুকু মিয়া ও নেপুরাই গ্রামের সোহাগ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আর হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনা ও প্রাণহানীর বিষয়টি নিশ্চিত করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী নুরে আলম বলেন, ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি নৈশ কোচ। গোবিন্দগঞ্জের বকচর এলাকায় এটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা গিয়ে দেখেন, অটোরিকশার যাত্রী ও চালকসহ ছয়জন রাস্তায় পড়ে আছে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একে একে মারা যান অন্য তিনজন।
নুরে আলম আরও জানান, দুর্ঘটনায় পথচারী ও বাসের যাত্রীসহ আহত হন আরও তিনজন। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।