এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের রাউজানে ডাবুয়ায় মো. কাউসার বিন কামাল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। সে ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছর মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে একটি বিষয়ের পরীক্ষা দিয়েছে কামাল।
বুধবার (১৭ নভেম্বর) সকালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগের দিন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সে বাড়ি ফেরে। কাউসার বিন কামাল ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়া গ্রামের মো. কামালের ছেলে।
বিদ্যালয়ের শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম রিজভী বলেন, শুনেছি ওই ছাত্র অসুস্থ ছিল।বুধবার সকালে মারা গেছে। কি কারণে মারা গেছে কোন তথ্য জানতে পারিনি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, ছেলেটি মানসিকভাবে অসুস্থ ছিল। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে। সেখানে একটি ইনজেকশন পুশ করেছে শুনেছি। পরদিন সকালে মারা যায়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, এসএসসি পরীক্ষার্থী মারা যাওয়ার কোন খবর থানায় আসে নি।